শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

পদ্মা সেতু বাঙালির অহংকার: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৫, ২০২২
পদ্মা সেতু বাঙালির অহংকার: প্রধানমন্ত্রী
Padma Bridge now stands on mighty river ignoring conspiracies: PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ বাংলাদেশের মানুষ গর্বিত। আমিও গর্বিত, উদ্বেলিত। পদ্মা সেতু আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক।

শনিবার (২৫শে জুন) মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘অনেক বাধাবিপত্তি উপেক্ষা করে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মা সেতু তৈরি করতে সক্ষম হয়েছি। এই সেতু শুধু ইট, লোহা, কংক্রিটের একটি অবকাঠামো নয়। এই সেতু আমাদের অহংকার, এই সেতু আমাদের গর্ব, এই সেতু আমাদের সক্ষমতা ও মর্যাদার শক্তি। এ সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ সৃজনশীলতা, সাহসিকতা ও আমাদের প্রত্যয়। আমাদের জেদ ছিল এ সেতু তৈরি আমরা করবোই। আমরা সেতু তৈরি করে দেখিয়েছি।’

তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। আমরা নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা দেশবাসীকে নিয়ে সব সমস্যা মোকাবিলা করে যাচ্ছি।’

বক্তব্যে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী সেতু নির্মাণে সাহস জোগানোর জন্য বাংলাদেশের জনগণকে স্যালুট জানিয়েছেন। একইসাথে যারা সেতু তৈরির সময় মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। যারা সেতুর জন্য নিজেদের জমি দিয়েছেন তাদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করেন। তিনি বলেন, ‘জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তিনি বলেন, ‘আমরা মাথা নোয়াইনি, আমরা মাথা নোয়াব না। জাতির পিতা আমাদের মাথা নোয়াতে শিখান নাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ সেতু কেবল সেতু নয়। এর ৪২টি স্তম্ভ স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। কেউ দাবায়ে রাখতে পারেনি। আমরা বিজয়ী হয়েছি।’

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। টাকা ছাড় না হতেই দুর্নীতির কথা বলা হলো। মামলা হলো। সব কিছু পেরিয়ে আমরা আজ এ সেতু উদ্বোধন করতে যাচ্ছি।’


এ বিভাগের অন্যান্য সংবাদ