সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে ১৩৩৭ জন হাসপাতালে পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড হজ প্যাকেজে দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন: শ্রম উপদেষ্টা বিভিন্ন মোড়কে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ’লীগ মির্জা ফখরুলের সাথে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা শেখ হাসিনাসহ পলাতকদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেবে সরকার জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক দোহায় হামাসের কার্যালয় থাকছে: কাতার

‘পরমাণু যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া’

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৬, ২০২২

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো মূলত রাশিয়ার সঙ্গে ‘ছায়া যুদ্ধে’ লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ন্যাটোর এমন পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে রাশিয়া।

দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (২৫ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পশ্চিমাদের নতুন করে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভ বলেন, ইউক্রেন সংঘাত অবসানে কোনো চুক্তি সই করতে হলে তা মূলত নির্ভর করবে মাঠের সামরিক পরিস্থিতির ওপর।

তৃতীয় বিশ্ব যুদ্ধ ও বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের তুলনা হয় কিনা জানতে চাওয়া হলে জবাবে ল্যাভরভ বলেন, পরমাণু যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে রাশিয়া।

ল্যাভরভ দাবি করেন, পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের কারণে এই সংঘাত অবসানের বদলে আরও দীর্ঘমেয়াদি লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। ইউক্রেনকে জাভেলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও অত্যাধুনিক ড্রোন সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে পারমাণবিক অস্ত্রের বিষয়ে রাশিয়ার আগ্রাসী অবস্থানে উদ্বিগ্ন পশ্চিমা কর্মকর্তারা।

মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলছেন, ইউক্রেন যুদ্ধের ফলাফলের জন্য পরের কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ।

গেলো রোববার (২৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। বৈঠকে ইউক্রেনকে আরও সাতশ’ মিলিয়ন ডলারের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদান নিয়ে ব্লকটির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অস্ট্রিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ১৯৪৫ সালের পর কোনো ইউরোপীয় দেশে এটাই প্রথম ও সবচেয়ে বড় আক্রমণ। স্থাপনা ধ্বংসের পাশপাশি বহু হতাহতের খবর পাওয়া গেছে। এরইমধ্যে প্রায় ৫০ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ