দেশের পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আগামীর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২২শে মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় এই নির্দেশ দেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়া হলে যে কোন কঠিন কাজই সমাধান করা যায়। এই ব-দ্বীপটা রক্ষা করে ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ জীবন তৈরি করে দেয়াই বেশি প্রয়োজন। সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে।
ডেল্টা প্ল্যানের মাধ্যমে আগামী একশ’ বছরের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাই করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প তৈরির সময় কোন নদীর গতিপথ যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।