বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘রামলীলা’। মুক্তির আগেই বিতর্ক তৈরি হওয়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। পর্দার জনপ্রিয় এই জুটি বর্তমান বাস্তব জীবনেও জুটি বেঁধে সংসার করছেন। তবে সিনেমা মুক্তির প্রায় ১০ বছর পর জানা গেলে চমকপ্রদ খবর।
রামলীলা সিনেমার শুটিং চলাকালে ঘটেছিল রোমান্সকর দারুণ ঘটনা। ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়ে একটি চুম্বন দৃশ্যে বিপত্তি ঘটেছিল। দীর্ঘদিন পর সেই ঘটনাই এক সাক্ষাৎকারে শেয়ার করলেন রণবীর সিং।
সিনেমাটির একটি গানে বিছানায় বসে চুম্বন দৃশ্যর শুট চলছিল। রণবীর-দীপিকা গভীর চুম্বনে মত্ত ছিলেন। শট শেষ হলে পরিচালক ‘কাট’ বলেন। কিন্তু তা শুনতে পাননি তারা। নিজেদের মধ্যে চুমুতে মগ্ন ছিলেন দীপিকা-রণবীর।
বিষয়টি স্মরণ করে রণবীর সিং বলেন, কোনো কোনো দৃশ্যে আপনি এমনই ঘোরের মধ্যে চলে যাবেন যে আচমকা সেই চরিত্র থেকে বেরোনো সম্ভব নয়। তেমনটাই ঘটেছিল সেখানে। আমরা ‘কাট’ শব্দটা শুনতে পাইনি বা পেলেও একে অপরকে চুমু খাওয়া থামাতে পারিনি।
অভিনয়ে জুটি বেঁধে প্রেম, প্রেম থেকে পরিণয় সেখান থেকেই সংসার। এখনো দারুণভাবে নিজেদের সংসার জীবন এগিয়ে নিচ্ছেন দীপবীর।