চলতি বছরের মার্চ, এপ্রিল, মে মাসে ভারতের পশ্চিবঙ্গে রেকর্ড পরিমাণ বিয়ার বিক্রি হয়েছে। শুধু এই তিন মাসেই পানীয়টি বিকিয়েছে ৬৫০ কোটি টাকার। অঙ্গরাজ্যটির আবগারি বিভাগ সূত্রে এ খবর পাওয়া গেছে।
করোনার ধাক্কায় কলকাতার অর্থনীতিতে মন্দা নেমে আসে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ নেয় পশ্চিবঙ্গ সরকার। ফলশ্রুতিতে দেশি-বিদেশি মদের মূল্যনীতিতে আমূল পরিবর্তন আনে আবগারি বিভাগ।
তাতে কাজও হয়েছে। অর্থ দপ্তরের তথ্যমতে, গত তিন মাসে এ রাজ্যে প্রায় ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ে চেয়ে যা বেশি।
আবগারি বিভাগ সূত্র জানায়, গত বছর থেকেই কম অ্যালকোহলযুক্ত পানীয়ের দাম কমানোই মূল উদ্দেশ্য ছিল সরকারের। যাতে পানকারীদের এর প্রতি আকর্ষণ বাড়ে।
ফলে বিয়ার, ওয়াইনের দাম কমানো হয়। কম অ্যালকোহলযুক্ত পানীয়ের বিক্রি বাড়াতে চেয়েছিল সরকার। তা সফলও হয়েছে। এসময়ে বিয়ারের বিক্রি বেড়েছে অনেক গুণ।
পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০০ বিয়ার শপ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেগুলো থেকে স্বল্প সময়ে ক্রমবর্ধমান বিপুল পরিমাণ মুনাফা রাজ্যের অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করবে।