মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে টাইগারদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২৪
পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে টাইগারদের ইতিহাস

রাওয়ালপিন্ডিতে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্টে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো টিম টাইগার্স। ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বরে এখন নাজমুল হোসেন শান্ত’র দল। শেষ দিন জয়ের জন্য ১৪৩ রান প্রয়োজন ছিল সফরকারিদের। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তুমি কে আমি কে বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশি হিসেবে গর্ব করার আরেকটা উপলক্ষ্য এনে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডিতে গড়েছে ইতিহাস। উপহার দিয়েছে টেস্ট জয়, সিরিজ জয়। গড়েছে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার নজির।

পাকিস্তানের সঙ্গে টেস্ট এলেই বাংলাদেশের স্মৃতিতে উঠে আসে মুলতান টেস্টে হারের স্মৃতি। দীর্ঘদিন পর সেই হারের ক্ষতে প্রলেপ দিয়েছে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট। ১০ উইকেটের জয় পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয়। দিনের শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান ১৮৫ রানের ল্যান্ডমার্কে।

৫ম দিনে বাংলাদেশের আর দরকার ছিল ১৪৩ রান। আগের দিনের ৪২ রানের উদ্বোধনী জুটিতে এদিন যোগ হলো আরও ১৪ রান। দলীয় ৫৮ রানে জাকির আর ৭০ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান। দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলেছেন পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি। মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি আরেক ওপেনার সাদমান। মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক মিলে ৫৭ রানের জুটিতে এগিয়ে নিয়ে চলেন দলকে। লাঞ্চের পর শান্ত পারেননি নিজের ইনিংস বড় করতে। সালমান আঘার বলে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। করেছেন ৩৮ রান। দ্বিতীয় টেস্ট জিততে তখনো বাংলাদেশের প্রয়োজন এখন ৫৮ রান।

দ্রুত সাফল্যের সন্ধানে পাক অধিনায়ক, আবরারের পরপর দু’বলে দুই রিভিউ নিয়ে ব্যর্থ। তবে মুমিনুল নিজেও সফল হতে পারেননি। আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

তবে মুশফিক অপ্রতিরোধ্য। দলকে জিতিয়ে শেষ করে ফেরেন। তাতেই ২১তম জয়। এটাই যথেষ্ট নয় বাংলাদেশের অর্জন আর কৃতিত্ব বোঝাতে।

দু’যুগের টেস্ট পরিক্রমায় সফলতম সিরিজ। যে জয়ের সঙ্গে মিশে আছে বিদেশের মাটির প্রতিকূলতা, প্রতিপক্ষের পূর্ণতা আর বাংলাদেশের পারফরম্যান্সের উচ্চতা।

টেস্টে ঘরের মাটিতে সাম্প্রতিক সময়ে বিপর্যস্ত পাকিস্তান হোয়াইটওয়াশের লজ্জা খুব একটা পায়নি। এ নিয়ে চতুর্থবার। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের পর নাম তুললো বাংলাদেশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ