দেশে ফেরার পথ খুলেছে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে আশ্রয় নেওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজ শরিফকে নতুন পাসপোর্ট দিয়েছে পাকিস্তানের ক্ষমতায় থাকা নতুন সরকার। যা দিয়ে নিজ দেশে প্রবেশ করতে পারবেন নওয়াজ। গত ২৩শে এপ্রিল এই ‘গ্রিন পাসপোর্ট’ দেয়া হয় নওয়াজকে। এই পাসপোর্টের মেয়াদ ১০ বছর।
এই পাসপোর্ট পাওয়ার পর নওয়াজের পাকিস্তানে ফেরায় আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছে জিও টিভি। ২০১৯ সালের চৌঠা নভেম্বর চৌধুরী সুগার মিলের দুর্নীতি মামলায় জামিন পেতে আদালতের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন নওয়াজ শরিফ। ওই বছরই লন্ডন গিয়ে আর ফেরেননি তিনি। পরের বছর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান ক্ষমতায় থাকার সময় নওয়াজের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দেন। ফলে তার দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়।
চলতি এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে মন্ত্রিসভা গঠনের আগেই বড় ভাই নওয়াজ শরিফের কূটনৈতিক পাসপোর্ট ফিরিয়ে দেয়ার নির্দেশনা দেন শাহবাজ শরিফ। ক্ষমতা গ্রহণের ১৫ দিনের মধ্যেই ভাইকে দেশে ফেরানোর ব্যবস্থা করলেন তিনি।