পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আজ (বুধবার) স্থানীয় সময় বেলা ১২টার দিকে ঝব জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, সকালের দিকে ২৩ জনের মতো যাত্রীকে নিয়ে বাসটি লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। গাড়িটি আখতারজাইয়ের কাছের একটি পাহাড়ের চূড়া থেকে প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ২২ আরোহী নিহত হয়েছেন।
বাসটির শুধু একজন যাত্রী বেঁচে আছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস এক শিশুকে উদ্ধার তাকে চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি স্থানীয় পুলিশ। ধারণা করা হচ্ছে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।