শনিবার, ২১ জুন ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান ডি মারিয়ার জোড়া গোলে বড় জয় বেনফিকার চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী নেতাকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে: গ্রিসের জাহাজমন্ত্রী ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেফতার ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের আঘাতে ইসরাইলের ক্ষতির পরিমাণ শত শত কোটি ডলার ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সাক্ষাৎ

পাকিস্তান থেকে কাশ্মির দখল করে নেয়ার হুমকি ভারতের

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৮, ২০২২
পাকিস্তান থেকে কাশ্মির দখল করে নেয়ার হুমকি ভারতের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের বিরুদ্ধে আজাদ কাশ্মিরের জনগণের ওপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তাদেরকে এর ফল ভোগ করতে হবে।

টিআরটি ওয়ার্ল্ড ও এনিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান অংশের কাশ্মির দখলের হুমকি দিয়ে মন্ত্রী বলেন, আমাদের সংকল্প তখনই পূর্ণ হবে যখন ভারত গিলগিট বাল্টিস্তানসহ পুরো জম্মু ও কাশ্মির ফিরে পাবে।

বদগামে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ৭৬তম পদাতিক দিবসে ‘শৌর্য দিবস’ অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এসব মন্তব্য করেন রাজনাথ সিং। জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজনাথ সিং বলেন, ভারত ভাগ হওয়ার পরপরই নিজেদের আসল রঙ দেখিয়েছে পাকিস্তান। আমরা কল্পনাও করিনি, পাকিস্তান এত নিচে নেমে জম্মু-কাশ্মির আক্রমণ করবে।

তিনি আরও বলেন, আমরা জম্মু ও কাশ্মির এবং লাদাখে আমাদের উন্নয়নের যাত্রা শুরু করেছি মাত্র। আমরা যখন গিলগিট ও বাল্টিস্তানে পৌঁছাব, তখনই আমাদের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।

সেনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসলামাবাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন তিনি। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে তিনি বলেন, আসলে ওই জঙ্গিদের লক্ষ্যই হলো ভারতে হামলা করা।

জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারার অবলুপ্তির প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, জম্মু ও কাশ্মিরের বাসিন্দাদের মধ্যে যে বৈষম্য ছিল তা ২০১৯ সালের ৫ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দূর হয়ে গেছে।

কাশ্মিরে মুসলমানদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসের যে তাণ্ডব চালানো হচ্ছে তাকে কাশ্মিরিয়ত বলে চালিয়ে দেয়া যাবে না।

https://twitter.com/i/status/1585561760433639428


এ বিভাগের অন্যান্য সংবাদ