রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ১২ তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা শেখ কামালের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ‘বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায়’ ‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’ বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ, চালু হবে সেপ্টেম্বরে! সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় ঝুঁকির মুখে সামুদ্রিক প্রাণী লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সুপার লিগে জেসন রয়ের অনন্য কৃতিত্ব

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৯, ২০২৩
পাকিস্তান সুপার লিগে জেসন রয়ের অনন্য কৃতিত্ব

এবার পাকিস্তান সুপার লিগে ইতিহাস গড়লেন ইংলিশ ওপেনার জেসন রয়। পিএসএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে নিজ দলকে ১০ বল বাকি থাকতে ২৪১ রান এনে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে শুরু থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন জেসন রয়। তবে মাঝপথে বাংলাদেশ সফরে আসেন এই ডানহাতি ব্যাটার। মাত্র একদিন হলো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য এক শতক হাঁকিয়ে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন । এদিকে, সিরিজ শেষ করে নিজ ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে ফিরে গেলেও আসরের প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বেজে যায় তার দলের।

তবে নিয়মরক্ষার ম্যাচে গতকাল পেশোয়ার জালমির মুখোমুখি হয় কোয়েটা। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতিহাস গড়ে কোয়েটা। মোহাম্মদ নওয়াজের দলকে জয় পেতে হলে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ তাড়া করে জিততে হবে। তবে সেই স্বপ্নে নতুন মাত্রা যুক্ত করেন জেসন রয়। এই ইংলিশ ব্যাটারের অপরাজিত ৬৩ বলে ১৪৫ রানের ইনিংসে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গ্ল্যাডিয়েটর্স।

আর তাতেই রেকর্ডবুকে চলে যান রয়। ৪৪ বলে হাঁকান সেঞ্চুরি যা পিএসএলের দ্বিতীয় দ্রুততম শতক। বিদেশী এক মাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দুইটি শতকের মালিকও বনে গেছেন রয়। ২০ চার ও ৫ ছক্কায় ইংলিশ এই ব্যাটারের বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ