শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

পায়রা, মোংলা বন্দরসহ ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মে ২৬, ২০২৪
পায়রা, মোংলা বন্দরসহ ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় রিমাল আসছে দেশের উপকূলে। এরইমধ্যে ঝড়ের প্রভাবে সাগরে পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়া দপ্তরের সবশেষ তথ্য অনুসারে, প্রবল শক্তি নিয়ে ঝড়টি আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা ও বরিশাল অঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেয়া হয়েছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হতে পারে উপকূল।

প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুপুরে দেশের উপকুল থেকে ২২৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার এবং ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে খুলনা ও বরিশাল উপকুলে এগিয়ে আসছে।

আবহাওয়া দপ্তর দুপুর নাগাদ তাদের সর্বশেষ পর্যবেক্ষণ অনুসারে ঘূর্ণিঝড়টি আঘাত করার সময়, স্থান ও কোন দিক দিয়ে কখন অতিক্রম করবে তা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।

ঘুর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকুলীয় ১৫ জেলা এবং সেগুলোর কাছাকাছি দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অতি বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হবার সতর্কতাও আছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ