ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সাথে উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র মহড়া চালাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আগামী সোমবার (১৭ই অক্টোবর) থেকে বার্ষিক পারমাণবিক মহড়া শুরু হবে।
ন্যাটো জানিয়েছে, বেলজিয়াম, উত্তর সাগর এবং ব্রিটেনের ওপর দিয়ে অনুষ্ঠেয় মহড়ায় অংশ নেবে ন্যাটো সদস্যভুক্ত ১৪টি দেশের সামরিক বাহিনী। ৬০টি বিমান অংশ নেবে এই মহড়ায়। তবে পারমাণবিক মহড়ায় তাজা বোমা ব্যবহার করা হবে না বলে জানিয়েছে জোটটি।
পশ্চিমা জোটটি আরও জানিয়েছে, রুটিন অনুযায়ী আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত চলবে মহড়া।
ন্যাটোর আসন্ন মহড়ার মধ্যে শিগগিরই রাশিয়াও বড় ধরনের পারমাণবিক মহড়া আয়োজন করতে পারে। এমন সময় এই মহড়া আয়োজনের কথা সামনে আসছে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।