দেশের তিন পার্বত্য জেলায় আন্তঃসংযোগ সড়ক নির্মাণ করা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে নির্মিত হবে ৩১৭ কিলোমিটার সড়ক। এর মধ্যে বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ৯২ কিলোমিটার সড়কটির ৫০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। সড়কটি চালু হলে উন্নত হবে এই এলাকার মানুষের জীবন মান। কৃষি ও পর্যটন শিল্পেরও প্রসার হবে।
পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সীমান্ত সড়ক ও তিন পার্বত্য জেলার আন্তঃসংযোগ সড়ক নির্মাণ করছে সরকার। যা বাস্তবায়নের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০১৮ সালে জুনে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সলের জুন মাসে। তিন পার্বত্য জেলায় ১ হাজার ৩৬ কিলোমিটার সড়কের মধ্যে প্রথম পর্যায়ের নির্মাণ করা হবে ৩১৭ কিলোমিটার। এই প্রকল্পের আওতায় বান্দরবান জেলার রুমা, থানচি ও আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ৯২ কিলোমিটার সড়কটির ৫০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে।
স্থানীয়রা জানান, বংঙ্গুপাড়া ও বাকলাই দুর্গম এলাকা থেকে পাহাড়ী জনগোষ্ঠীর মানুষ উপজেলা সদরে পৌঁছতে ৩-৪ দিন সময় লাগতো। প্রকল্প বাস্তবায়ন হলে খুব সহজে ও অল্প সময়ে জেলা সদরসহ বিভিন্ন স্থানে পৌঁছানো সম্ভব হবে। এই উদ্যোগে খুশি সীমান্তের গহীণ ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ।
শিগগিরই সড়কটির কাজ সমাপ্ত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান প্রকল্প কর্মকর্তা মেজর মোস্তফা কামাল।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ব্রিগেড ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন এর তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ইসিবির ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের তিনটি ব্যাটালিয়ন।