শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

পালিয়ে আসা আহত বিজিপি সদস্যদের চিকিৎসায় বিজিবি

অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২৪
পালিয়ে আসা আহত বিজিপি সদস্যদের চিকিৎসায় বিজিবি

মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) বেশ কিছু সদস্য কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কাছে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে বিজিপির আহত সদস্যরাও বিজিবির আশ্রয়ে রয়েছে।

স্থানীয়ভাবে এসব বিজিপি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রাম থেকে সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের পরিচালক (অপারেশন) বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সীমান্তবর্তী সংঘর্ষের কারণে তাঁদের বেশ কিছু আহত বিজিপি সদস্যও আমাদের বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং একান্ত মানবিক কারণে এই চারজন বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার স্বার্থে কক্সবাজার স্থানীয় হাসপাতালের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। আহত বিজিপি সদস্যরা নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে বিজিবির প্রহরায় থাকবে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ