পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক খেলোয়াড় শহীদ আফ্রিদি। তার সঙ্গে নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং সাবেক পেসার রাও ইফতিখার আনজুম।
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই দায়িত্বে থাকবেন তিনি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে কিনা।
পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি এ নিয়ে বলেন, আমাদের মতে আধুনিক ক্রিকেটে শহীদ আফ্রিদির চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।
এদিকে, নতুন দায়িত্ব পেয়ে আফ্রিদি বলেন, আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রুত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।