পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাহবাজ শরিফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পৃষ্টপোষকের দায়িত্ব পেয়েছেন।
পিসিবির ওয়েবসাইট ও অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। তার স্থলে নতুন প্রধানমন্ত্রী ও প্রধান পৃষ্টপোষক শাহবাজ শরিফের একটি ছবি বসানো হয়েছে। খবর ক্রিকেট পাকিস্তানের।
দেশটির সংবিধানের ২০১৯ সালের সংশোধনী অনুযায়ী, প্যাট্রন-ইন-চিফ পিসিবির চেয়ারম্যান হিসেবে দুজনের নাম প্রস্তাব করবেন। যার মধ্য থেকে একজন দায়িত্বপ্রাপ্ত হবেন।
সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। আর শপথ নেওয়ার একদিন পরই মঙ্গলবার পিসিবির এই দায়িত্ব নিয়েছেন শাহবাজ শরিফ।
এদিকে রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার পেছনে সব অবদান ছিল পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। প্রধানমন্ত্রী হিসেবে তার পতন ঘটেছে। ঘটনার ধারাবাহিকতায় রমিজ রাজার ভাগ্যে কি আছে তা দেখার অপেক্ষায় পাকিস্তান ক্রিকেটাঙ্গন।