বিদেশে অর্থপাচার নিয়ে পিকে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে কলকাতার নগর দায়রা আদালতে এ বিষয়ে শুনানি হয়। এর পরবর্তী শুনানি হবে আগামি ১০ আগস্ট। এতে মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়।
ইতোমধ্যেই সোমবার (১১ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত ব্যক্তির নাম রয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২’ (PMLA) মামলায় ওই ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে তাদের দুটি সংস্থার নামও।
গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারের সঙ্গেই গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।