পীরগঞ্জে হামলার ঘটনায় ২ মামলা, আসামি ৫০০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পীরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র সমকালে জানান, এই দুই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলার বাদী পুলিশ।

তিনি জানান, গত রোববার রাতে হামলার সময় লুট করে নেওয়া গরুগুলোর মধ্যে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছিলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করবে।

হামলার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘রংপুরের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ফেসবুকের লিঙ্কগুলো বের করার চেষ্টা করছি। আমাদের আরও একটু সময় দিতে হবে। আমাদের র‌্যাব, পুলিশসহ সমস্ত ইউনিট কাজ করছে। খুব শীঘ্র আমরা এ বিষয়ে জেনে ফেলব।’

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে হামলার ঘটনায় ২ মামলা, আসামি ৫০০

আপডেট সময় : ০৬:৪৮:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৮ অক্টোবর ২০২১

 

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পীরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র সমকালে জানান, এই দুই মামলায় ৫০০ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলার বাদী পুলিশ।

তিনি জানান, গত রোববার রাতে হামলার সময় লুট করে নেওয়া গরুগুলোর মধ্যে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছিলেন, হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করবে।

হামলার অভিযোগে পুলিশ ইতোমধ্যে ৪৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘রংপুরের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ফেসবুকের লিঙ্কগুলো বের করার চেষ্টা করছি। আমাদের আরও একটু সময় দিতে হবে। আমাদের র‌্যাব, পুলিশসহ সমস্ত ইউনিট কাজ করছে। খুব শীঘ্র আমরা এ বিষয়ে জেনে ফেলব।’