শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

পুতিন সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৫, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কারাবন্দী রাজনীতিক অ্যালেক্সেই নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পুতিন সমালোচক হিসেবে পরিচিত এই বিরোধী রাজনীতিককে একটি ফৌজদারি মামলায় এই কারাদণ্ড দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এরইমধ্যে ৪৭ বছর বয়সী নাভালনি বিভিন্ন অপরাধের দায়ে সাড়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। নাভালনি ও তাঁর সমর্থকেরা এসব অভিযোগ ভুয়া বলে দাবি করে আসছেন। এরইমধ্যে নাভালনি ও তাঁর দলের নেতা-কর্মীদের চরমপন্থী হিসেবে ঘোষণা করেছে রুশ প্রশাসন।

শুক্রবার রাজধানী মস্কো থেকে পূর্বে মেলেখোভো অঞ্চলের একটি আদালত তাঁর বিরুদ্ধে আনা ছয়টি পৃথক অভিযোগের বিচার শেষে রায় ঘোষণা করে। অভিযোগের মধ্যে রয়েছে উসকানি, চরমপন্থি কর্মকাণ্ডে অর্থায়ন ও চরমপন্থি সংগঠন গড়ে তোলা।

রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা ছয়টি আলাদা ফৌজদারি অভিযোগে নাভালনির ২০ বছরের জেল চেয়েছিলেন। তবে আদালত ১৯ বছরের কারাদণ্ড দেয়।

এদিকে এই কারাদণ্ডের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় বলে মনে করছেন তাঁরা।

এর আগে ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত বছর দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় নাভালনিকে।


এ বিভাগের অন্যান্য সংবাদ