আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কারাবন্দী রাজনীতিক অ্যালেক্সেই নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পুতিন সমালোচক হিসেবে পরিচিত এই বিরোধী রাজনীতিককে একটি ফৌজদারি মামলায় এই কারাদণ্ড দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এরইমধ্যে ৪৭ বছর বয়সী নাভালনি বিভিন্ন অপরাধের দায়ে সাড়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। নাভালনি ও তাঁর সমর্থকেরা এসব অভিযোগ ভুয়া বলে দাবি করে আসছেন। এরইমধ্যে নাভালনি ও তাঁর দলের নেতা-কর্মীদের চরমপন্থী হিসেবে ঘোষণা করেছে রুশ প্রশাসন।
শুক্রবার রাজধানী মস্কো থেকে পূর্বে মেলেখোভো অঞ্চলের একটি আদালত তাঁর বিরুদ্ধে আনা ছয়টি পৃথক অভিযোগের বিচার শেষে রায় ঘোষণা করে। অভিযোগের মধ্যে রয়েছে উসকানি, চরমপন্থি কর্মকাণ্ডে অর্থায়ন ও চরমপন্থি সংগঠন গড়ে তোলা।
রাশিয়ার রাষ্ট্রীয় আইনজীবীরা ছয়টি আলাদা ফৌজদারি অভিযোগে নাভালনির ২০ বছরের জেল চেয়েছিলেন। তবে আদালত ১৯ বছরের কারাদণ্ড দেয়।
এদিকে এই কারাদণ্ডের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় বলে মনে করছেন তাঁরা।
এর আগে ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত বছর দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় নাভালনিকে।