পুনরায় কোচ বরখাস্ত করল মিশর

- আপডেট সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৮ জুন ২০২২ ২০ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে মিশরকে কোয়ালিফাই করাতে ব্যর্থ হওয়ায় পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে বরখাস্ত করে দায়িত্ব তুলে দেয়া হয়েছিল সাবেক ফুটবলার ইহাব গালালের হাতে। দুই মাস না যেতেই এবার তাকেও বরখাস্ত করল মিশরীয় ফুটবল ফেডারেশন (ইএফএ)। এ সময়ের মধ্যে তিনি মাত্র তিন ম্যাচ মিশরের ডাগআউটে ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জুন) কায়রোতে এক সংবাদ সম্মেলনে মিশরীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তা হাজেম ইমাম বলেন, নেতিবাচক ফলাফল মিশরিয় কোচকে দায়িত্ব ছাড়তে বাধ্য করেছে। পরবর্তী কোচের জন্য বেশ কয়েকজন বিদেশী কোচের তালিকা তৈরী করা হয়েছে যাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে।
ইএফএ কর্মকর্তা হাজিম ইমাম আরও বলেন, আমি বিদেশি কাউকে নিয়োগ দিব। আমরা ইতোমধ্যে অনেকগুলো সিভি পেয়েছি। জাতীয় দলের কোচের বাইরে টেকনিক্যাল ডিরেক্টর ও অলিম্পিক দলের জন্য বিদেশি কাউকে নিয়োগ দেয়া হবে।
গত বৃহস্পতিবার ২০২৩ আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে ইথিওপিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে মিশর। অবশ্য ওই ম্যাচে দলে ছিলেন না ইনজুরিগ্রস্ত অধিনায়ক মোহাম্মদ সালাহসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার। আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে গিনির বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পায় মিশর।
তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হার দেখতে হয় সালাহর মিশরকে। অবশ্য পরাজিত দুই ম্যাচে দলের সেরা তারকা সালাহকে পাননি কোচ।
গত ফেব্রুয়ারিতে নেশন্স কাপের গত আসরের ফাইনালে টাইব্রেকারে সেনেগালের কাছে পরাজিত হয়েছিল মিশর। একই মাসে বিশ্বকাপের প্লে অফেও টাইব্রেকারে সেনেগালের কাছে হেরে ২০২২ সালের বিশ্বকাপের জন্য কাতারের টিকিট থেকে বঞ্চিত হয় ফারাওরা।
পর্তুগীজ কোচ কুইরোজ দায়িত্ব ছাড়ার পর ১২ এপ্রিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন পিরামিডস ও জামালেক ক্লাবের সাবেক কোচ ৫৪ বছর বয়সি গালাল।