শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন নিয়ে বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল! পিলখানা হত্যাকাণ্ড মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার ‘শেখ হাসিনার মতো দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে নিশ্চুপ পার্শ্ববর্তী দেশ’ মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিব দেননি: মান্না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন প্রয়োজন: ডব্লিউএইচও শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর ট্রাম্পকে কড়া জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ভাতা পাচ্ছেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ‘দুর্বল মেডিকেলগুলোকে সবলের সঙ্গে একীভূতকরণের চিন্তা করা হচ্ছে’ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফোন প্রতারকদের খপ্পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রিয়ালের দুর্দান্ত জয়, নিশ্চিত হলো শেষ আট

পুরস্কার ঘোষণা করেও মিলছেনা বঙ্গবন্ধুর ৩ খুনির খোঁজ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২
পুরস্কার ঘোষণা করেও মিলছেনা বঙ্গবন্ধুর ৩ খুনির খোঁজ

বঙ্গবন্ধুর পলাতক ও দণ্ডপ্রাপ্ত তিন হত্যাকারীর অবস্থান সম্পর্কে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণার পরও তাদের কোনো হদিস মিলছে না। অন্যদিকে, বাকি ২ জনের অবস্থান জানলেও আইনি জটিলতার কারণে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে, যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরী এবং কানাডা থেকে নুর চৌধুরীকে দেশে আনতে কূটনৈতিক ও আইনি তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে সরকার।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঁচজন বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনতে আইন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত আন্তঃমন্ত্রণালয়ের কমিটি সম্মিলিতভাবে কাজ করলেও কোনো অগ্রগতি নেই।

পাঁচ খুনির দুজনের অবস্থানের তথ্য সরকারের আছে কাছে। তবে, শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন খান ও খন্দকার আব্দুর রশিদ কোথায় আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ইন্টারপোলের কাছেও নেই।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা রাশেদ চৌধুরীর নাগরিকত্ব প্রশ্নে তদন্ত শুরু করেছে দেশটি। আর নূর চৌধুরীকে ফেরাতে কানাডার আদালতের শরণাপন্ন ঢাকা।

এদিকে দণ্ডিতদের দেশে ফেরানোর প্রক্রিয়া জটিল হলেও আশা ছাড়ছেন না আইনমন্ত্রী।

২০২০ সালে ঢাকায় গ্রেপ্তার হন ২০ বছর ভারতে পালিয়ে থাকা আরেক খুনি আব্দুল মাজেদ। ওই বছরের এপ্রিলেই কার্যকর হয় তার মৃত্যুদণ্ড। আর জিম্বাবুয়েতে মৃত্যু হয়েছে আরেক হত্যাকারী আজিজ পাশার।


এ বিভাগের অন্যান্য সংবাদ