মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর ‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

পুলিশ ফোর্সকে কাজে যোগ দিতে নতুন আইজিপির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ৭, ২০২৪
পুলিশ ফোর্সকে কাজে যোগ দিতে নতুন আইজিপির নির্দেশ

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশের সব ফোর্সকে কাজে যোগ দেয়ার নির্দেশ। আজ (বুধবার, ৭ আগস্ট) বিকেলে রাজধানীর পুলিশ সদরদপ্তরে এ কথা জানান পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ( আইজিপি) মো. ময়নুল ইসলাম।

এছাড়াও প্রতিটি থানা, ওয়ার্ডে নিরাপত্তা কমিটি তৈরি করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে আমাদের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারে নাই তা আমরা স্বীকার করছি।’ আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব পালনে অঙ্গিকারবদ্ধ থাকবো বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করেন।’

আগামীকাল (বৃহস্পতিবার, ৮ আগস্ট) স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, রাষ্ট্রপ্রধান পুলিশের প্রতিটি সদস্যকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার তাগিদ দেন। এই ক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


এ বিভাগের অন্যান্য সংবাদ