শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জানুয়ারি ২০, ২০২৫
পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত

জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সবচেয়ে বড় মদদের চিত্র উঠে আসে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে জনগণের বন্ধুই হয় শত্রু। নির্বিচারে গুলিতে মারা যায় হাজারো মানুষ।

৫ আগস্টে আওয়ামী শাসনামলের পতনের পরই বারবার উঠে আসে আইন-শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত পরিবর্তনের আলোচনা। মন-মানসিকতা সাথে কলঙ্কজনক স্মৃতির সাথে মিশে থাকা পোশাকের পরিবর্তনের দাবি উঠে পোশাক পরিবর্তনেরও।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে সচিবালয়ে বৈঠকে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। এতে যোগ দেন আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টারা।

সভায় সিদ্ধান্ত আসে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের। ২০টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র‌্যাবের প্রতিনিধি দল আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে ধূসর, পেস্ট ও খাকি রঙের পোশাক চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পোশাক পরিবর্তনের সাথে সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে। তবে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুতই হবে বলে প্রত্যাশা করেন এই উপদেষ্টা।

অন্যদিকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা এখন অনেকটাই শান্ত বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

সভায় দেশে থাকা ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশী নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়। অন্যথায় চাকরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন উপদেষ্টা।


এ বিভাগের অন্যান্য সংবাদ