শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

পুলিশ সুপার পদে ২৩ কর্মকর্তাকে পদোন্নতি

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০

বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পৃথক দু’টি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। এর ফলে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদে সরকারি বেতন স্কেলের ৫ম গ্রেডে উন্নীত হলেন তারা।

সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপাররা হলেন: পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পুলিশের বিশেষ শাখা- এসবির অতিরিক্ত পুলিশ সুপার ড. এস, এম ফরহাদ হোসেন, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আমীন হাওলাদার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আ, স, ম শামসুর রহমান ভুঁঞা, রংপুর রিজার্ভ ফোর্সের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জসিম উদ্দীন, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আলী, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো: বেলাল হোসেন, আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, রংপুর মহানগীর অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল্লাহ আল ফারুক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার এবং ১০ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান।

এছাড়া, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সুদান মিশনে কর্মরত মোহাম্মদ আব্দুল হালিম ও শিক্ষা প্রেষণে অস্ট্রেলিয়াতে অধ্যয়নরত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেগম হুমায়রা পারভীনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) পৃথক চারটি প্রজ্ঞাপনে ২৫ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করে সরকার। এরমধ্যে ১৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ