পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণার পর নাটোরে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও আবারও কমতে শুরু করেছে। তাই লোকসানের আশংকা করছেন কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, মোকামে চাহিদা কম, তাই কম দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আড়তদাররা জানালেন, কৃষকের কাছ থেকে সরকার সরাসরি পেঁয়াজ কিনলে ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

পেঁয়াজের দাম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন নাটোরের কৃষকরা। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণার পর দাম কিছুটা বাড়লেও হঠাৎ করেই কমতে শুরু করেছে। জেলার সবচেয়ে বড় পেঁয়াজের মোকাম নলডাঙ্গা হাটে তিনদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৭ থেকে ৮ টাকা। ফলে লোকসানের আশংকা করছেন কৃষক।

ব্যবসায়ীরা জানান, আড়তে চাহিদা না থাকায় কম দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন তারা।

আড়তদারদের মতে, কৃষক পর্যায়ে পেঁয়াজের সরকারি দাম নির্ধারণ করা হলে এবং কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি পেঁয়াজ কিনলে ন্যায্য দাম পাবে।

কৃষি বিভাগের তথ্যমতে, এবছর নাটোরে প্রায় ৮০ হাজার মেট্রিকটন পেঁয়াজ উৎপাদন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক

আপডেট সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ মে ২০২২

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণার পর নাটোরে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও আবারও কমতে শুরু করেছে। তাই লোকসানের আশংকা করছেন কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, মোকামে চাহিদা কম, তাই কম দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আড়তদাররা জানালেন, কৃষকের কাছ থেকে সরকার সরাসরি পেঁয়াজ কিনলে ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

পেঁয়াজের দাম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন নাটোরের কৃষকরা। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণার পর দাম কিছুটা বাড়লেও হঠাৎ করেই কমতে শুরু করেছে। জেলার সবচেয়ে বড় পেঁয়াজের মোকাম নলডাঙ্গা হাটে তিনদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৭ থেকে ৮ টাকা। ফলে লোকসানের আশংকা করছেন কৃষক।

ব্যবসায়ীরা জানান, আড়তে চাহিদা না থাকায় কম দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন তারা।

আড়তদারদের মতে, কৃষক পর্যায়ে পেঁয়াজের সরকারি দাম নির্ধারণ করা হলে এবং কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি পেঁয়াজ কিনলে ন্যায্য দাম পাবে।

কৃষি বিভাগের তথ্যমতে, এবছর নাটোরে প্রায় ৮০ হাজার মেট্রিকটন পেঁয়াজ উৎপাদন হয়েছে।