চলছে প্যারিস অলিম্পিক। জমে উঠেছে পদকের লড়াই। গ্রেটেস্ট শো অন আর্থে বরাবরই পদকের লড়াইয়ে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র। চলমান আসরেও এর ব্যতিক্রম হচ্ছে না। গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিকে এখন পর্যন্ত পদক জয়ের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যমতে, আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) পর্যন্ত এগিয়ে রয়েছে তারা।
২৭টি সোনা, ৩৫টি রুপা ও ৩২টি ব্রোঞ্জসহ মোট ৯৪টি পদক যুক্তরাষ্ট্রের দখলে। মার্কিনিদের সঙ্গে লড়াইটা চীনের। যুক্তরাষ্ট্রের চেয়ে দুটি সোনা কম তাদের। ২৫ সোনা, ২৩ রুপা ও ৬৫ ব্রোঞ্জ নিয়ে চীনের ঝুলিতে পদক আছে ৬৫টি। গতকালও তিন নম্বরে থাকা স্বাগতিক ফ্রান্সকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১৮ সোনা, ১২ রুপা ও ১১ ব্রোঞ্জসহ অস্ট্রেলিয়ার পদক ৪১টি।
ফ্রান্সের অবস্থান চার নম্বরে। সোনা জয়ে পিছিয়ে থাকলেও তাদের মোট পদক অস্ট্রেলিয়ার চেয়ে বেশি। ফরাসিদের ঝুলিতে ১৩টি সোনা, ১৭টি রুপা ও ২১টি ব্রোঞ্জসহ পদক ৫১টি। পাঁচে থাকা গ্রেট ব্রিটেন ১২টি সোনা, ১৭টি রুপা ও ২০টি ব্রোঞ্জসহ জিতেছে মোট ৪৯টি পদক।
এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান জিতেছে ১২টি করে সোনার পদক।