মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : নভেম্বর ৯, ২০২৪
প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্বাহী কমিটির (ট্রানজিশন টিম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এতে বলা হয়, খনন ও খনির অনুমতি দেওয়ার জন্য কিছু জাতীয় স্মৃতিসৌধের আকার সঙ্কুচিত করার বিষয়ে নির্বাহী আদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। সেইসঙ্গে ট্রাম্প এশিয়া ও ইউরোপের বড় বাজারগুলোতে নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির অনুমতি দেওয়া আবার শুরু করবেন।

ট্রাম্প তাঁর প্রচারের সময় এসব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্প ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট রয়টার্সকে বলেন, প্রচারের সময় তিনি (ট্রাম্প) যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্য জনগণ তাঁকে ম্যান্ডেট দিয়েছে। এখন তিনি সেগুলো বাস্তবায়ন করবেন।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রপ্তানির পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাব নিয়ে একটি জরিপ সম্পন্ন করার জন্য গত জানুয়ারিতে নতুন এলএনজি রপ্তানির অনুমোদন স্থগিত করে।

এর আগে ২০২০ সালে একবার আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ক্ষমতা গ্রহণের পর তিনি আবার যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরান।

প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রকে শাস্তি দিচ্ছে এবং লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ