ইউরোপকে না দিয়ে প্রতিদিন ১০ মিলিয়ন ডলারের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। দেশটি থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে হু হু করে বাড়ছে দাম। অথচ প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পোড়াচ্ছে রাশিয়া। সরবরাহ না কমালে এসব গ্যাস ইউরোপে রফতানি হত।
রিস্তাড এনার্জির এক বিশ্লেষণে দেখা যায়, ফিনল্যান্ড সীমান্তের কাছে একটি রুশ গ্যাসক্ষেত্রে প্রতিদিন ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পোড়ানো হচ্ছে। তবে সেন্ট পিটার্সবুগের উত্তর-পশ্চিমে অবস্থিত পর্টোভায়া গ্যাসক্ষেত্রে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পোড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে তা নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্ডস্টিম ১ পাইপলাইনটির একটি কমপ্রেসর স্টেশনের কাছে এই গ্যাসক্ষেত্র অবস্থিত। ফিনল্যান্ডের নাগরিকরা এই গ্রীষ্মের শুরুতে বড় আকারের ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন। গবেষকরা জানিয়েছেন, গ্যাসক্ষেত্র থেকে উল্লেখযোগ্য মাত্রায় উষ্ণতা ছড়াচ্ছে।
গ্যাস পোড়ানো স্বাভাবিক হলেও গবেষকরা বলছেন, এর মাত্রা নজিরবিহীন। জুনে এটি সর্বোচ্চ ছিল এবং এখনও তা চলছে। এটি খুব অস্বাভাবিক উচ্চ হারে জ্বলছে। সূত্র: বিবিসি