আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির হত্যার প্রতিশোধ নিতে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কটি প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। এজন্য বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আল-কায়েদা প্রধান নিহত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মঙ্গলবার এক বিবৃতি দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এতে বলা হয়, জাওয়াহিরি অধ্যায়ের সমাপ্তির পর আরও আগ্রাসী হয়ে উঠতে পারে জঙ্গি গোষ্ঠীটি। হামলার পরিকল্পনা হতে পারে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে। আত্মঘাতী হামলা ছাড়াও অপহরণ, হাইজ্যাকিং ও বোমা হামলার শঙ্কায় তাই বিদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এদিকে, জাওয়াহিরিকে হত্যায় ড্রোন প্রযুক্তির হেলফায়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এরআগে ইরানি কমান্ডার কাসেম সোলায়মানিকে হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থা- সিআইএ একই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিলো বলে দাবি গণমাধ্যমটির। উন্নত লেজার ব্যবহার ও দীর্ঘদিনের পর্যবেক্ষণের মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি