প্রতিষ্ঠার ২২ বছরপূর্তি উদযাপন করলো রাজধানীর মিরপুরস্থ ঠিকানা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এ উপলক্ষে শুক্রবার (২৬ নভেম্বর) মিরপুর কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় আলোচনা সভা ও প্রীতিভোজের। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে সদস্যদের জন্য কল্যাণমূলক নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবীর হীরা। সঞ্চালনায় ছিলেন সমিতির কর্মকর্তা মুন্সি মিজানুর রহমান।