বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-রেহানা-জয়সহ ২১৬ জন আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

প্রতি এপিসোডের জন্য কত টাকা পারিশ্রমিক নেন কাপিল!

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৪, ২০২২
প্রতি এপিসোডের জন্য কত টাকা পারিশ্রমিক নেন কাপিল!

ভারতীয় টেলিভিশন জগতের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় কৌতুক অভিনেতাদের একজন হলেন কাপিল শর্মা। কদিন আগেই বিদায় জানিয়েছেন টিভি শো-কে। কারণ দীর্ঘদিন ধরে চলমান সিরিজ ‘দ্য কাপিল শর্মা শো’ আর দেখা যাবে না সনি টিভিতে।

২০১৬ সালে প্রথম সম্প্রচার হওয়া এই কমেডি শো-টি ভারতীয়দের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ছোট শহর থেকে উঠে আসা কাপিল গেল ছয় বছরে কৌতুক অভিনয়, সাক্ষাৎকার ও উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় গণমাধ্যম সিয়াসত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে যোগ দেওয়ার পর থেকেই কপাল খুলে যায় কাপিল শর্মার। এরপর ২০১৩ সালে ‘কমেডি নাইটস উইথ কাপিল’ শুরু করার পর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে।

এভাবে সাফল্য আর সুনামের তুঙ্গে উঠে যাওয়ায় প্রতি পর্বে তার পারিশ্রমিক বেড়েছে বহুগুণ। এভাবেই কাপিল হয়ে ওঠেন ভারতের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কৌতুক অভিনেতাদের একজন।

যাইহোক, চলুন দেখে নেয়া যাক ‘দ্য কাপিল শর্মা শো’-এর সিজন ৩ থেকে কাপিলের মোট আয়।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় সিজন পর্যন্ত প্রতি এপিসোডের জন্য ৩০ লাখ রুপি করে পারিশ্রমিক নিয়েছেন কাপিল। এরপর যখন তৃতীয় সিজন শুরু হয় তখন পারিশ্রমিক আরও বাড়িয়ে দেন কাপিল শর্মা। এপিসোড-প্রতি আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিতে শুরু করেন তিনি। এতে করে প্রতি সপ্তাহেই ১ কোটি রুপি করে আয় করতে শুরু করেন তিনি।

সে হিসেবে দেখতে গেলে সিজন-৩ এর মোট ৮০টি এপিসোডের জন্য ৪০ কোটি টাকা আয় করেছেন। কি অবাক হচ্ছেন? অনেক বেশি টাকা তাই না!

জানা গেছে, কাপিল তার দলবল তথা চন্দ প্রভাকর, কৃষ্ণ অভিষেক, কিকি শারদা এবং সুমনা চক্রবর্তীকে নিয়ে আগামী কয়েক মাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় সফর করবেন। বলিউড লাইফের একটি প্রতিবেদন অনুসারে, এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন শো নিয়ে হাজির হবেন কাপিল শর্মা।


এ বিভাগের অন্যান্য সংবাদ