করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও করোনার সংক্রমণের কথা কখনোই স্বীকার করেনি উত্তর কোরিয়া। এবার প্রথমবারের মতো করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশটি।
করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় লকডাউনও ঘোষণা করে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেন দেশটির নেতা কিম জং উন। এসময়ই প্রথমবারের মতো সামনে আসে মাস্ক পরিহিত কিম জং উন।
এদিকে, সরকারিভাবে প্রথমবারের মতো করোনা শনাক্তের কথা নিশ্চিত করার পরদিনই করোনায় প্রথম মৃত্যুর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। করোনার ওমিক্রন ধরনে দেশটিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আরও বলা হয়, ১ লাখ ৮৭ হাজার মানুষ জ্বরসহ মৃদু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
এপ্রিলের শেষদিকে শুরু হয়ে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি নাগরিক জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম। রাজধানী পিয়ংইয়ংসহ বেশ কয়েকটি শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত দুই বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লেও একজনও আক্রান্তের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া। যদিও বিশ্লেষকদের মতে, মহামারির শুরু থেকেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে বহু মানুষ।