আমেরিকান অটো মোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর শনিবার(১১ জুন) রিডিং অনুসারে, প্রথমবারের মতো প্রতি গ্যালন গ্যাসের দাম উঠেছে গড়ে ৫ ডলার। গত আট সপ্তাহ ধরে গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলেছে দেশটিতে। মূল্যবৃদ্ধির শুরুতে ১৫ এপ্রিল যা ছিলো ৪.০৭ ডলার। দুই মাসেরও কম সময়ে বৃদ্ধির হার ২৩%।
ক্রমবর্ধমান গ্যাসোলিনের দাম চালকদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। শুক্রবার সরকারের প্রতিবেদন অনুসারে, ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি দ্রুততম গতিতে বাড়ছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা অনুসারে, মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের আস্থা শুক্রবার রেকর্ড তলানিতে পৌঁছেছে। সূত্র: সিএনএন