নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হলো শ্রীলঙ্কা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, তার দেশ এখন ‘প্রি-এমটিভ ডিফল্ট’ হয়ে পড়েছে। বিশ্বের শীর্ষ দুই ঋণ রেটিং সংস্থাও জানিয়েছে, শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়ে পড়েছে।
বিবিসি জানায়, ঋণ পরিশোধে ৩০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হলেও গেল বুধবার সেই সময় পার হয়ে গেছে। এখনও অপরিশোধিত থেকে গেছে ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ। কোন সরকার যখন ঋণদাতাদের ঋণের কিছু অংশ বা পুরোটা পরিশোধে ব্যর্থ হয়, তখন সেই সরকারকে খেলাপি বলা হয়।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে ও নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ হয়।