শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

প্রথম দফায় মুক্তি পাবেন ৩৩ ইসরায়েলি ও ১৯৭৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : জানুয়ারি ১৮, ২০২৫
প্রথম দফায় মুক্তি পাবেন ৩৩ ইসরায়েলি ও ১৯৭৭ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর বিনিময়ে ১ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আগামীকাল রোববার থেকেই কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। প্রথম দিনেই ৯৫ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। এর মধ্যে মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে ইসরায়েলের বিচারবিষয়ক মন্ত্রণালয়। এই ৯৫ জনের বিনিময়ে ৩ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস। ওই ৩ জনের নামও ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি।

আনাদোলু জানিয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির স্থায়িত্ব হবে ৪২ দিন। তবে পরবর্তীতে এই মেয়াদ আরও বাড়তে পারে। আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতিটি তিন পর্বে শেষ হবে। প্রথম পর্বে নারী, বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ ৩৩ জনকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা যে ১ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে, তাদের মধ্যে যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত কয়েদি আছেন ২৯০ জন এবং অন্যান্য অপরাধে বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজাপ্রাপ্ত রয়েছেন ১ হাজার ৬৮৭ জন। ইসরায়েলের বিচারবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ফিলিস্তিনিকে তারা মুক্তি দেবে না।

যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে, আগামী ৬ সপ্তাহে সাত দফায় এই ৩৩ ইসরায়েলি জিম্মি এবং ১ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি মুক্তি পাবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে ১২০০ জনের বেশি নিহত হন। আর ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২৪১ জনকে। তাদের মধ্যে ৯৪ জন এখনো গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে এক লাখ ১০ হাজারের বেশি।


এ বিভাগের অন্যান্য সংবাদ