জাপানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফর পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তিনি।
এদিকে জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী মিনোরু তেরাদা পদত্যাগ করেছেন। এ নিয়ে দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটলো। এতে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
বুধবার (২৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জাপানের সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল প্রধানমন্ত্রী কিশিদা স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন। এরমধ্যেই পদত্যাগ করলেন মিনোরু তেরাদা।
এর আগে এ মাসেই পদত্যাগ করেন জাপানের আইনমন্ত্রী ইয়াশুহিরো আনাশি। ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্কের কারণে পদত্যাগ করেছিলেন তিনি। এছাড়া ২৪ অক্টোবরে পদত্যাগ করেন অর্থনীতি পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী দাইশিরো ইয়ামাগিওয়া। মৃত্যুদণ্ড নিয়ে আপত্তিকর মন্তব্য করে পদত্যাগ করেন আইনমন্ত্রী আনাশি।
রয়টার্স বলছে, একাধিক তহবিল সংক্রান্ত কেলেঙ্কারির জন্য সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তেরাদা।