দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে সংসদে ফিরেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বিরোধী দলনেতার খোঁজখবর নিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চলে যান বিরোধী নেতার আসনের সামনে। আর খোঁজ খবর নেন, কথা বলেন। এটাকেই বলে প্রধানমন্ত্রীর সহমর্মিতা। এটাকেই বলে সংসদীয় গণতন্ত্রের সুন্দর নিদর্শন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর এমন একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এতে প্রশংসায় ভাসছেন আওয়ামী লীগের সভানেত্রী। অনেকেই বলছেন এটি রাজনৈতিক ও সংসদীয় গণতন্ত্রের একটি সুন্দর নিদর্শন।