এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশ সরকারপ্রধানকে ধন্যবাদ জানান তিনি।
টুইটে ফার্নান্দেজ লেখেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার প্রতি আপনার দেশের মানুষের যে ভালোবাসা দেখেছি তা বর্ণনাতীত। পরিপ্রেক্ষিতে নীল-সাদা পতাকার পাশাপাশি এখানেও উড়ছে লাল-সবুজ পতাকা। আসুন এই সম্পর্ককে আরও গভীর করি।’
সুপার সানডে’তে (১৮ ডিসেম্বর) শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের দিন দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
সেই অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লেখেন, ‘বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে ও বিশ্বকাপজয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন।’
তিনি আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা, স্নেহ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার জবাব দিলেন ফার্নান্দেজ।