প্রাথমিকের শিক্ষার্থীদের টিফিন দেবে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ণ, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ রোববার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে উল্লেখ করে জাকির হোসেন বলেন, দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে তারা যে কাজ করেছেন অতীতের কোনও সরকার তা করতে পারেনি।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিকের শিক্ষার্থীদের টিফিন দেবে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪০:৫০ অপরাহ্ণ, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ রোববার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে উল্লেখ করে জাকির হোসেন বলেন, দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে তারা যে কাজ করেছেন অতীতের কোনও সরকার তা করতে পারেনি।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।