বদলি বাণিজ্যসহ একাধিক অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়াকে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার (২৮শে জুন) প্রজ্ঞাপনে একথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. ইফতেখার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বদলি বাণিজ্য, বিভাগীয় মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে গত বছরের ১৩ই ডিসেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
মামলা দায়েরের পর তিনি লিখিত জবাব দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নেননি। পরে মামলাটি তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে জানিয়ে মতামত দেন তদন্ত কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইফতেখার হোসেনকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ দণ্ড প্রদান করে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তবে ওই নোটিশেরও জবাব দেননি ইফতেখার। পরে মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চায়। মন্ত্রণালয়ের প্রস্তাবের সাথে কমিশন একমত পোষণ করলে মো. ইফতেখার হোসেন ভূঁইয়াকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়।