শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

প্রাপ্তবয়স্কদের ২৫ গ্রাম গাঁজা বহনের অনুমতি দিলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : এপ্রিল ১, ২০২৪
প্রাপ্তবয়স্কদের ২৫ গ্রাম গাঁজা বহনের অনুমতি দিলো জার্মানি

ইউরোপের তৃতীয় দেশ হিসেবে গাঁজা সেবনকে বৈধ করল জার্মানি। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাঁজা নিয়ে জার্মানির নতুন আইনে বলা হয়েছে, ১৮ বছর বয়স থেকে প্রাপ্ত বয়স্করা ২৫ গ্রাম শুকন গাঁজা সঙ্গে রাখতে পারবেন। সেইসঙ্গে তাঁরা তিনটি গাঁজার গাছ বাড়িতে রাখতে পারবেন।

এএফপি বলছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যেসব দেশ গাঁজা সেবনে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জার্মানি। এর আগে মাল্টা ২০২১ সালে ও লুক্সেমবার্গ ২০২৩ সালে গাঁজা সেবনে বৈধতা দেয়। জার্মানির নতুন আইন কার্যকর হওয়ার পর শত শত মানুষ বার্লিনে উদযাপন করেছেন।

জার্মানির নতুন আইন অনুযায়ী, ১ জুলাই থেকে দেশটিতে ‘গাঁজা ক্লাবের’ মাধ্যমে বৈধভাবে গাঁজা পাওয়া সম্ভব হবে। এসব ক্লাবে ৫০০ সদস্য থাকবে, যারা মাসে ৫০ গ্রাম করে গাঁজা পাবে।

জার্মান ক্যানাবিস অ্যাসোসিয়েশনের পরিচালক জর্জ ওয়ার্থ বলেন, গাঁজা ক্লাব শুরু হওয়ার আগ পর্যন্ত গ্রাহকরা কোথায় থেকে তা সংগ্রহ করছে তা প্রকাশ করতে হবে না।

এই আইনের ফলে জার্মান যুবকদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা উদ্বেগের মধ্যে সৃষ্টি করেছে এবং কিছু সমালোচনার সম্মুখীন হয়েছে। গাঁজা সেবনের ক্ষেত্রে জার্মানিকে ইউরোপের সবচেয়ে উদার দেশগুলির মধ্যে একটি হিসেবে ধরা হয়।

জার্মানি অবশ্য গাঁজা নিয়ন্ত্রণ শিথিল করা প্রথম ইউরোপীয় দেশ নয়। পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অল্প পরিমাণে গাঁজার ব্যবহার দীর্ঘদিন ধরে বৈধতা দেয়া হয়েছে। তবে, সে সব দেশেও গাঁজা ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিবিধান বহাল রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ