আদালত থেকে কারাগারে নেওয়ার পথে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় ৭৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে বলা হয়, ওয়ারেন্টভুক্ত আসামী ইশরাক হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে কারাগারে নেয়ার পথে তাঁর সমর্থকরা পুলিশের প্রিজনভ্যানে হামলা চালায়।
গ্রেফতার ১৮ নেতাকর্মীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবির। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ১২ আসামির একদিনের রিমান্ড ও বাকি ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মনিরুজ্জামান মনি ওরফে মনির মাতব্বর, মো. রাসেল, মো. আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, মো. ওলি, সোয়েব হোসেন, মো. ইমরান, শহিদুল হক ওরফে শহিদুল্লাহ, মো. সেন্টু ও কুতুব উদ্দিন মন্ডল ও আব্দুর রব।
এছাড়া ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহম্মেদ মিলন, মো. মাসুদ ও ইব্রাহীমের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।