ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ইতিহাস গড়লেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের এই ওপেনার এক আসরে ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক। ডিপিএলের ইতিহাসে এর আগে এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। চলতি আসরে সাইফকে টপকে যান বিজয় ও নাঈম ইসলাম।
সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে বিজয় ও নাঈমের মধ্যে এখনো লড়াই চলছে। দু’দলই খেলছে সুপার লিগে। নাঈম সুপার লিগে এসে কিছুটা পিছিয়ে পড়েন। তবে বিজয় তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। নাঈম ইসলাম আজ ৪২ রান করায় তার মোট রান হয়েছে ৮৩৬। অন্যদিকে বিজয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন অর্ধশতক। তাতেই টপকে গেছে নাঈমকে। চলতি ডিপিএলে বিজয় এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৯টি অর্ধশতক ও ২টি শতকের ইনিংস খেলেছেন। চলতি ম্যাচেও অর্ধশতক পূর্ণ করে ছুটেছেন শতকের পথে। আজকের ম্যাচ শুরুর আগে ১৩ ম্যাচে দুই সেঞ্চুরি ও আট ফিফটিতে ৯৩০ রান করেছিলেন বিজয়।
এতোদিন ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৮১৪ রান করেছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান।
ডিপিএলে এখন পর্যন্ত আটশ রান পার করা ব্যাটার রয়েছেন চারজন। নাইম ইসলাম ৮৩৬*, সাইফ হাসান ৮১৪, নাইম শেখ ৮০৭ রান।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর আর কোনো ব্যাটার প্রিমিয়ার লিগে ১ হাজার রান করতে পারেননি। তবে এর আগে ৮৬-৮৭ মৌসুমে আবাহনীর হয়ে গাজী আশরাফ হোসেন লিপু করেছিলেন এক হাজার আট রান। সেখানে ছিলো দশ ফিফটি ও এক সেঞ্চুরি। তবে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি রান কেনিয়ার স্টিভ টিকোলোর। ২০০১ সালে মোহামেডানের হয়ে করেছিলেন ১২শ ২৭ রান।