সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক ভুল করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: তারেক রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বাণিজ্য সহযোগিতার আহ্বান আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার: প্রধান উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৫০ আসামির জামিন আমি যেখানেই দাঁড়াবো সেখানেই জিয়াকে খুঁজে পাবো: গয়েশ্বর নানা নাটকীয়তার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে: মির্জা ফখরুল নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যেই ঢুকতে চায় না: সিইসি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ধার্য ‘রূপপুর পারমাণবিক কেন্দ্রের অর্থ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে’ দেশে চাহিদার বিপরীতে ২ শতাংশ চিনিও উৎপাদন হচ্ছে না কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: শফিকুল আলম ২৬ জানুয়ারির মধ্যে সেনা সরাতে ইসরায়েলকে আলটিমেটাম লেবাননের

প্রিমিয়ার ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন বিজয়

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৬, ২০২২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ইতিহাস গড়লেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংকের এই ওপেনার এক আসরে ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক। ডিপিএলের ইতিহাসে এর আগে এক আসরে সর্বোচ্চ ৮১৪ রান করেছিলেন সাইফ হাসান। চলতি আসরে সাইফকে টপকে যান বিজয় ও নাঈম ইসলাম।

সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে বিজয় ও নাঈমের মধ্যে এখনো লড়াই চলছে। দু’দলই খেলছে সুপার লিগে। নাঈম সুপার লিগে এসে কিছুটা পিছিয়ে পড়েন। তবে বিজয় তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। নাঈম ইসলাম আজ ৪২ রান করায় তার মোট রান হয়েছে ৮৩৬। অন্যদিকে বিজয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন অর্ধশতক। তাতেই টপকে গেছে নাঈমকে। চলতি ডিপিএলে বিজয় এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৯টি অর্ধশতক ও ২টি শতকের ইনিংস খেলেছেন। চলতি ম্যাচেও অর্ধশতক পূর্ণ করে ছুটেছেন শতকের পথে। আজকের ম্যাচ শুরুর আগে ১৩ ম্যাচে দুই সেঞ্চুরি ও আট ফিফটিতে ৯৩০ রান করেছিলেন বিজয়।

এতোদিন ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৮১৪ রান করেছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান।

ডিপিএলে এখন পর্যন্ত আটশ রান পার করা ব্যাটার রয়েছেন চারজন। নাইম ইসলাম ৮৩৬*, সাইফ হাসান ৮১৪, নাইম শেখ ৮০৭ রান।

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর আর কোনো ব্যাটার প্রিমিয়ার লিগে ১ হাজার রান করতে পারেননি। তবে এর আগে ৮৬-৮৭ মৌসুমে আবাহনীর হয়ে গাজী আশরাফ হোসেন লিপু করেছিলেন এক হাজার আট রান। সেখানে ছিলো দশ ফিফটি ও এক সেঞ্চুরি। তবে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি রান কেনিয়ার স্টিভ টিকোলোর। ২০০১ সালে মোহামেডানের হয়ে করেছিলেন ১২শ ২৭ রান।


এ বিভাগের অন্যান্য সংবাদ