বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা ওশিমেনের

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৭, ২০২৩
প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা ওশিমেনের

ক্যারিয়ারের কোন এক প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সিরি-এ’র শীর্ষ গোলদাতা ভিক্টর ওশিমেন।
নাইজেরিয়ার এই স্ট্রাইকার সোমবার রোমে বিদেশী প্রেস এসোসিয়েশনের বিচারে ইতালির বর্ষসেরা বিদেশী ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পেয়েছেন। এসময় তিনি বলেন এই মুহূর্তে তার লক্ষ্য নাপোলির সমর্থকদের লিগ শিরোপা উপহার দেয়া, এরপর ভবিষ্যতের কথা চিন্তা করবেন।
২৪ বছর বয়সী ওশিমেহ বলেন, ‘বিশে^র অনেকেই প্রিমিয়ার লিগকে সেরা ও শক্তিশালী লিগ হিসেবে বিবেচনা করে থাকে। আমিও এই মুহূর্তে বিশে^র অন্যতম সেরা লিগ সিরি-এ’তে খেলছি। অবশ্যই কোন একদিন প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বাস্তবায়সে আমি কঠোর পরিশ্রম করে চলেছি। কিন্তু বিষয়টি একদিনে হবে না, অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হবে। আমি শুধুমাত্র ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
লিলি থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দিয়েছিলেন ওশিমেন। এবারের মৌসুমে টেবিলের শীর্ষে থাকা নাপোলির হয়ে লিগে ১৯ গোল করেছেন। দিয়েগো ম্যারাডোনার ক্লাবটি দুই দশক পর প্রথমবারের মত লিগ শিরোপা দৌড়ে ১৫ পয়েন্ট এগিয়ে রয়েছে। ওশিমেন বলেন, ‘একজন ফুটবলার হিসেবে কেউ যখন নাপোলিতে আসবে তখন ফুটবলের থেকেও এই শহরটির প্রেমে পড়ে যাবে। কারন এখানকার মানুষরা এই খেলার উপর ভিত্তি করেই বেঁচে আছে। আর এই শহরটিকে কিছু দিতে পারলে তা সারা জীবনের প্রাপ্য হয়ে থাকবে। এই মুহূর্তে এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’
এর আগে আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনার নেতৃত্বে নাপোলি ক্লাব ইতিহাসে ১৯৮৭ ও ১৯৯০ সালে দুইবার লিগ শিরোপা জয় করেছিল।
ওশিমেন আরো বলেন, ‘তুমি যখন নাপোলির কথা বলবে তখন প্রথেমই একজন খেলোয়াড়ের কথা মাথায় আসবে, ম্যারাডোনা। এমনকি লিগ শিরোপা জয়ের কথা বললেও আমরা তার থেকে আলাদা কিছু চিন্তা করতে পারিনা। ম্যারাডোনা এই ক্লাবের জন্য যা করেছে তাতে তিনি লিজেন্ডের থেকেও বেশী কিছু হয়েই বেঁচে রয়েছেন।
আমরা এই মৌসুমে দুর্দান্ত খেলছি। কিন্তু আমি মোটেই নিজেকে আইকন মানিনা, যতক্ষনা না লিগ শিরোপা অর্জিত হয়।’


এ বিভাগের অন্যান্য সংবাদ