সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

প্রেস মিনিস্টার পদে শাবান মাহমুদের মেয়াদ বাড়লো

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ২, ২০২২
প্রেস মিনিস্টার পদে শাবান মাহমুদের মেয়াদ বাড়লো

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বর্তমান প্রেস মিনিস্টার শাবান মাহমুদকে একইপদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (দোসরা নভেম্বর) ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ২২শে নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বর্তমান চুক্তিপত্রের শর্তগুলো অপরিবর্তিত রেখে আবারও চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে জানানো হয়।

২০২০ সালের ১৬ই নভেম্বর সাংবাদিক শাবান মাহমুদ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে প্রথম নিয়োগ পান। এরপর থেকে শাবান মাহমুদ তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে শাবান মাহমুদ-এর দায়িত্বকালে নয়াদিল্লিতে প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন করা হয়, যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মহলে প্রশংসা পায়।

নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার হিসেবে কাজ শুরুর আগে শাবান মাহমুদ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন শাবান মাহমুদ।


এ বিভাগের অন্যান্য সংবাদ