ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বর্তমান প্রেস মিনিস্টার শাবান মাহমুদকে একইপদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (দোসরা নভেম্বর) ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ২২শে নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বর্তমান চুক্তিপত্রের শর্তগুলো অপরিবর্তিত রেখে আবারও চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে জানানো হয়।
২০২০ সালের ১৬ই নভেম্বর সাংবাদিক শাবান মাহমুদ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে প্রথম নিয়োগ পান। এরপর থেকে শাবান মাহমুদ তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে শাবান মাহমুদ-এর দায়িত্বকালে নয়াদিল্লিতে প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন করা হয়, যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মহলে প্রশংসা পায়।
নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার হিসেবে কাজ শুরুর আগে শাবান মাহমুদ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন শাবান মাহমুদ।