শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা

স্পোর্টস ডেস্ক
আপডেট : জানুয়ারি ২২, ২০২৫
প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা

প্রথম ইনিংসেই ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের বোলাররা। চিটাগং কিংসকে মাত্র ১৪৮ রানে বেঁধে ফেলেন মেহেদী হাসান রানা-মোস্তাফিজরা।

বিপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না ঢাকা ক্যাপিটালসের। দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তানজিদ হাসান তামিম ৫৪ বলে ৯০* রানের ইনিংসে ৮ উইকেটে জিতেছে ঢাকা ক্যাপিটালস।

১৪৯ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতেই উড়ন্ত সূচনা পায় ঢাকা। ছন্দে থাকা লিটন দাস ও তানজিদ হাসান তামিম ইনিংসের ষষ্ঠ ওভারেই পঞ্চাশ রান এনে দেন দলকে। শরীফুল ইসলাম-আরাফাত সানীদের সামলে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫৭ রান তোলে ঢাকা।

ইনিংসের নবম ওভারে প্রথম সফলতা এনে দেন আজই বিপিএল অভিষিক্ত পাকিস্তানি অলরাউন্ডার হোসেন তালাত।

২৮ বলে ২৫ রান করা লিটনকে ফেরালেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি তালাত। এক প্রান্তে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে স্বাগতিকরা বেশি সুবিধা করতে পারেনি। লিটন ফিরে গেলেও দশম ওভারেই মাত্র ২৮ বলে ফিফটির দেখা পেয়ে যান তামিম। দ্বিতীয় উইকেটে মুনিম শাহরিয়ারকে সঙ্গে নিয়ে ১৩তম ওভারেই এক শ রান পার করেন এই ওপেনার।

রানের জন্য ধুঁকতে থাকা মুনিম শাহরিয়ার ১৮ বলে ১২ রান করে ১৫তম ওভারে ফিরে গেলেও ঢাকার জয় নিশ্চিত করেন তামিম। শেষ দিকে সাব্বির রহমান ও তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে ১১ বল আগেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ঢাকা। ৯০ রানের অপরাজিত ইনিংসে তামিম ৩ টি চার ও ৭টি ছয় মেরেছেন। ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্টের তৃতীয় জয়ের দেখা পেল।

এর আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েও তা করতে ব্যর্থ হয়েছে চিটাগং কিংস। নাঈম ইসলাম ও গ্রাহাম ক্লার্কের ব্যাটে ইনিংসের ১২ ওভারে ১ উইকেট ৮৫ রান তোলা চিটাগং নিশ্চিত ১৭০-১৮০ রানের স্বপ্ন দেখছিল।

কিন্তু আগের ম্যাচে ১৯১ রান করা চিটাগং আজ মাঝ ওভারে খেই হারিয়েছে ঢাকার স্পিনার নাজমুল হোসেন অপু ও মোসাদ্দেকদের কাছে। ১ উইকেটে ৮৯ রান করা চিটাগং ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ঢাকার হাতে দিয়ে দেয়। শেষ দিকে মেহেদী হাসান রানা ও মোস্তাফিজুর রহমানের দায়িত্বশীল বোলিংয়ে ৬ উইকেটে মাত্র ১৪৮ রানে থামে চিটাগং। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও মোসাদ্দেক।


এ বিভাগের অন্যান্য সংবাদ