শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে: রিজভী গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির বিরুদ্ধে যে ক্ষোভ ঝাড়লেন তামিম বাংলাদেশে হিন্দু–মুসলমানে কোনো বিভেদ নাই: রুহুল কুদ্দুস দুলু ইনজুরিতে মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ ‘তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের দেশ বানাতে চাই’ ২৬ বছর পর ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ানোর শঙ্কা ‘স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ সাফার করছে’ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ডিসেম্বরে নির্বাচন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ডিসেম্বরের বদলে জুনে ভোট হলে সমর্থন দেবেন না বিএনপি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি সিন্ধু চুক্তি স্থগিতের মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে! সমাধান আলোচনাতেই: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারত–পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

ফিনল্যান্ড ও সুইডেনের কাছে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৫, ২০২২

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বৃহস্পতিবার হুশিয়ার করে দিয়ে বলেছেন, ফিনল্যান্ড বা সুইডেন ন্যাটোতে যোগ দেয়ার সীদ্ধান্ত নিলে বাল্টিক স্টেটস ও স্ক্যান্ডিনাভিয়ার কাছে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করবে। খবর এএফপি’র।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মেদভেদেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, এ দুই দেশ যোগ দিলে, তাহলে ন্যাটোর সদস্যভূক্ত দেশগুলোর সাথে রাশিয়ার স্থল সীমান্ত দ্বিগুণেরও বেশি হবে।

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে আমরা এ সব সীমান্তে সামরিক শক্তি জোরদার করবো।’

মেদভেদেভ বলেন, ‘এ কারণে বাল্টিক নন-নিউক্লিয়ার স্টাটাসের ব্যাপারে আর কোন আলোচনা করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা হবে।’

তিনি এ অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েন করবে বলে ইঙ্গিত দেন।

সাবেক এ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ফিনল্যান্ড উপসাগরে তাদের স্থলবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনী অনেক শক্তিশালী করার পাশাপাশি তাদের গুরুত্বপূর্ণ নৌবাহিনী মোতায়েন করবে।

এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, ‘এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে’ এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক সম্ভাবনার কারণে ‘আমাদের পশ্চিম পাশে সামরিক শক্তি বৃদ্ধি করার’ নির্দেশ দিয়েছেন।

এই সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে পরমাণু অস্ত্র অন্তর্ভূক্ত থাকবে কি-না সে ব্যাপারে জানতে চাইলে পেসকভ বলেন, ‘আমি বলতে পারছি না। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রেসিডেন্টের পৃথক এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ফিনল্যান্ড জানায়, কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করা হবে কি-না সে ব্যাপারে চলতি সপ্তাহে তারা সিদ্ধান্ত নিবে। এদিকে সুইডেনও ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে আলোচনা করছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ