সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেল বিমান জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী ‘এখন নির্বাচনের পথে অগ্রসর হওয়ার সময়’ ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’ বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি ছাত্র আন্দোলনের চেতনার সাথে ছিলাম: বাণিজ্য উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত হাতকড়া না পড়ানোর অনুরোধ শাজাহান খানের ছয় মাসের মাথায় ক্ষমতাচ্যুত হাইতির প্রধানমন্ত্রী লেবাননের পেজার বিস্ফোরণের দায় স্বীকার করল ইসরায়েল জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য বিশেষ লাউঞ্জ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন জনপ্রশাসন একাডেমি স্থাপনে ৭০০ একর বনভূমির বরাদ্দ বাতিল রাশিয়া ও উ. কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইনে পরিণত

ফিফার নতুন নিয়মে বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৪, ২০২২
ফিফার নতুন নিয়মে বাড়তি সুবিধা পাচ্ছে দলগুলো

চূড়ান্ত হয়েছে ৩২ দল। হয়ে গেছে টুর্নামেন্টে ফিক্সচারও। অপেক্ষা মহারণের। সেটিও ঘনিয়ে আসছে আস্তে আস্তে। তারপরও অপেক্ষা করতে হবে ১৫০ দিন। চলতি বছরের ২১ নভেম্বর মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপে ২২তম আসর। এবারই প্রথম মধ্যপ্রাচ্যের কোন দেশে হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। প্রায় একমাস ব্যাপী চলবে এ মহাযজ্ঞ। যার রেশ পড়তে শুরু করেছে তেল সমৃদ্ধ দেশ কাতারের জনজীবনেও।

বিশ্বকাপের মতো আসর মাঠে গড়ানোর আগে অংশগ্রহণকারী দলগুলোর জন্য কিছু নিয়ম করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তার মধ্যে একটি হলো স্কোয়াডে ফুটবলার সংখ্যা।

করোনা মহামারির ফলে বদলে গেছে বিশ্বের সমাজ ব্যবস্থা। ফুটবল বিশ্ব তার ব্যতিক্রম নয়। ৯০ মিনিটে পাঁচ বদলির নিয়ম অবশ্য স্থায়িত্ব পেয়েছে আগেই। আগের নিয়মে বিশ্বকাপেরে স্কোয়াডের সদস্য সংখ্যা ২৩ থাকলেও এবার সে সংখ্যাকে ২৬ এ উন্নীত করেছে ফিফা। আর চলতি বছরের ১৩ নভেম্বরের মধ্যেই ২৬ জনের স্কোয়াড জমা দিতে হবে ফিফার কাছে।

করোনা মহামারির সময় ২০২১ সালের ইউরোতে অংশগ্রহণকারী দলগুলোর জন্য খেলোয়াড় সংখ্যা ২৩ থেকে বাড়িয়ে ২৬ জনে আনে উয়েফা। এবার উয়েফা দেখানো পথেই হাটলো ফিফা। তাই কাতার বিশ্বকাপে দলগুলো চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে।

এমন পরিবর্তনের কারণ হিসেবে জানা যায়, করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে, তা নিশ্চিত করতে এই নিয়ম চালু হল। যা এখন সব প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া ফিফা কাছে জমা দেয়া প্রাথমিক স্কোয়াডেও খেলোয়াড় বাড়াতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। আগে যেখানে ৩৫ জনকে প্রাথমিক স্কোয়াডে রাখতে পারতো, সেখানে এখন ৫৫ জনকে প্রাথমিক স্কোয়াডে রাখা যাবে। ২৬ জনের স্কোয়াডের কেউ ইনজুরিতে পড়লে শুধু বাকি থাকা ২৯ জনের মধ্যে থেকে খেলোয়াড় নিতে পারবে বিশ্বকাপে আসা দলগুলো। এছাড়া ওই ২৬ জনের বাইরে আর কেউই ম্যাচের দিন মাঠে আসতে পারবে না।

প্রথমবারের মতো প্রথাগত নিয়মে পরিবর্তন এনে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। ফলে টুর্নামেন্টের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নেয় ফিফা কাউন্সিল ব্যুরো।

ফিফা কাউন্সিল ব্যুরোর নেয়া সিদ্ধান্তগুলো নিম্নরূপ

১. প্রাথমিক তালিকায় ৩৫’র বদলে ৫৫ জন ফুটবলার রাখা যাবে।

২. চূড়ান্ত তালিকায় খেলোয়াড় কমপক্ষে ২৩ জন থাকবে আর সর্বোচ্চ ২৬ জন ফুটবলার থাকতে পারবেন।

৩. চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ২০২২ এর’১৩ই নভেম্বর পর্যন্ত।

৪. ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা,তাদের মধ্যে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে ) সদস্য বসতে পারবেন না। ৯০ মিনিটে পাঁচ বদলির নিয়ম অবশ্য স্থায়িত্ব পেয়েছে আগেই।


এ বিভাগের অন্যান্য সংবাদ