ফিলিপাইনে সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রাথমিকভাবে জয় পেয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
সোমবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন দেশটির সাবেক স্বৈরশাসকের ছেলে।
মার্কোস জুনিয়র ক্ষমতায় আসলে দেশটির ভঙ্গুর গণতান্ত্রিব ব্যবস্থার আরো অবনতি ঘটতে পারে-নির্বাচনের আগে এমন শঙ্কা দেখা দিলেও ভোটে তার কোন প্রভাব পড়েনি। মঙ্গলবার ৯০ শতাংশ ভোট গণনার পর মার্কোস প্রায় তিন কোটি ভোট পেয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। যা তার সবচেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেদোর চেয়ে দ্বিগুণের বেশি।
প্রাথমিকভাবে জয় নিশ্চিতের পর মধ্যরাতে ম্যানিলার রাজনৈতিক হেডকোয়ার্টার থেকে সমর্থকদের ধন্যবাদ জানান মার্কোস জুনিয়র।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন, প্রায় ৬ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন।
নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য, মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।