ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বং বং। সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে তিনি। খবর বিবিসির।
১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানে ফার্দিনান্দ মার্কোসের পতন হয়। এরপর ফিলিপাইনের রাজনীতি থেকে মার্কোস পরিবার বলা যায় বিদায় নিয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে মার্কোস জুনিয়রের শপথ রাজনীতিতে মার্কোস পরিবারের বিস্ময়কর পুনরুত্থান হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বং বং বড় ব্যবধানে জয় পান। আজকের শপথের মধ্য দিয়ে সদ্য বিদায়ী আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন তিনি। দুতার্তের মেয়ে সারা দুতার্তে ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার দিনের মধ্যভাগে জাতীয় জাদুঘরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন মার্কোস জুনিয়র। শপথ উপলক্ষে আয়োজিত জমকালো কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী ও তিন ছেলে।
অনেকে মনে করছেন, দুতার্তের আমলে দেশের ক্ষতিগ্রস্ত পরিবারের এবং দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করতে পারেন মার্কোস জুনিয়র। মাদকের বিরুদ্ধে রক্তাক্ত লড়াই ও সংবাদমাধ্যমের টুঁটি চেপে ধরার জন্য দুতার্তের শাসন কুখ্যাতি পেয়েছিল।